Sunday, November 20, 2011
Friday, April 15, 2011
খুঁজে ফিরি আমার আমিকে....
অনেক বদলে গেছি, আগের সাথে মিলে না অনেক কিছুই... অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ব্লগিং শুরু করেছিলাম... কত ভাবনা.. কত জল্পনা-কল্পনা... কিন্তু, কালের বিবর্তণে সব উৎসাহ উদ্দীপনা কোথায় যেন হারিয়ে গেছে.. :( নিজেকে আমি চিনতে পারি না..
আগের জীবন আর এখনের জীবনের মধ্যে বিস্তর ফারাক.. তারপরও ভিতরে কিন্তু সেই আমিই... ব্লগিং শুরু করেছিলাম সামহয়্যারইন-এ ২০০৭ এর এপ্রিলে.. চার বছর পেরিয়ে গেল.. কিন্তু ব্লগার হতে পারলাম না.. শুরুর দিকে মাথায় হাজারো লিখা খেলতো। মনে হতো এটা লিখবো ওটা লিখবো.. লিখে শেষ করতে পারতাম না.. প্রথম মাসেই ৩৩টা পোষ্ট দিছিলাম.. ২য় মাসে তার অর্ধেক.. এভাবে ক্রমান্ময়ে কমতে কমতে ২০০৮ এ ৫টা আর ২০০৯ এ ২ টা আর ২০১০ এ ০ (শুণ্য) টা... :o
এখন হাজার চেষ্টা করলেও একটা লেখা বের করা দুরুহ ব্যাপার হয়ে গেছে... মনে হয় যেন আমি আর আমি নেই.. কোথায় যেন জীবনের ছন্দটা হারিয়ে গেছে...
প্রতিটা দিন ই কর্মব্যাস্ত। অফিসের জন্য বিভিন্ন ধরণের রিকোয়্যারমেন্ট অ্যাচিইভ করতে করতে জীবনের জন্য অনেককিছুই অ্যাচিইভ করা থেকে বঞ্চিত হচ্ছি... নিজের রিকোয়্যারমেন্ট এর কথা ভুলে যাচ্ছি... :(
সময় কেটে যাচ্ছে তার নিজের মতোই। কারো দিকে তাকাবার ফুরসত তার নেই। বড়ই নিষ্ঠুর সে.. এক এক করে জীবনের কত্তগুলো বছর কেড়ে নিলো... আমার শৈশব, আমার কৈশর, আমার তারুণ্য এমনকি আমার যৌবনকাল ও কেড়ে নিতে চায়।। জানি.. কিছুই থেমে থাকবে না.. সবই ছেড়ে দিতে হবে তার হাতে..
তবুও কিছুটা সময় চাই আমার জন্য। আমার নিজের জন্য.. যে সময়টা একান্তই আমার হবে.. ফিরে যাব আমি আমার চঞ্চল শৈশবে, ফিরে যাবো আমি আমার উচ্ছল কৈশরে.. হারিয়ে যাবো আমি আমার উৎসুক তারুণ্যে.. ফিরে পেতে চাই আমি আমার আমিকে.....
আগের জীবন আর এখনের জীবনের মধ্যে বিস্তর ফারাক.. তারপরও ভিতরে কিন্তু সেই আমিই... ব্লগিং শুরু করেছিলাম সামহয়্যারইন-এ ২০০৭ এর এপ্রিলে.. চার বছর পেরিয়ে গেল.. কিন্তু ব্লগার হতে পারলাম না.. শুরুর দিকে মাথায় হাজারো লিখা খেলতো। মনে হতো এটা লিখবো ওটা লিখবো.. লিখে শেষ করতে পারতাম না.. প্রথম মাসেই ৩৩টা পোষ্ট দিছিলাম.. ২য় মাসে তার অর্ধেক.. এভাবে ক্রমান্ময়ে কমতে কমতে ২০০৮ এ ৫টা আর ২০০৯ এ ২ টা আর ২০১০ এ ০ (শুণ্য) টা... :o
এখন হাজার চেষ্টা করলেও একটা লেখা বের করা দুরুহ ব্যাপার হয়ে গেছে... মনে হয় যেন আমি আর আমি নেই.. কোথায় যেন জীবনের ছন্দটা হারিয়ে গেছে...
প্রতিটা দিন ই কর্মব্যাস্ত। অফিসের জন্য বিভিন্ন ধরণের রিকোয়্যারমেন্ট অ্যাচিইভ করতে করতে জীবনের জন্য অনেককিছুই অ্যাচিইভ করা থেকে বঞ্চিত হচ্ছি... নিজের রিকোয়্যারমেন্ট এর কথা ভুলে যাচ্ছি... :(
সময় কেটে যাচ্ছে তার নিজের মতোই। কারো দিকে তাকাবার ফুরসত তার নেই। বড়ই নিষ্ঠুর সে.. এক এক করে জীবনের কত্তগুলো বছর কেড়ে নিলো... আমার শৈশব, আমার কৈশর, আমার তারুণ্য এমনকি আমার যৌবনকাল ও কেড়ে নিতে চায়।। জানি.. কিছুই থেমে থাকবে না.. সবই ছেড়ে দিতে হবে তার হাতে..
তবুও কিছুটা সময় চাই আমার জন্য। আমার নিজের জন্য.. যে সময়টা একান্তই আমার হবে.. ফিরে যাব আমি আমার চঞ্চল শৈশবে, ফিরে যাবো আমি আমার উচ্ছল কৈশরে.. হারিয়ে যাবো আমি আমার উৎসুক তারুণ্যে.. ফিরে পেতে চাই আমি আমার আমিকে.....
Subscribe to:
Posts (Atom)