গতকাল সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরলাম মাগরিবের একটু আগে। মাগরিবের নামাজ পরে যখন একটু বিশ্রাম নিতে যাচ্ছিলাম তখন আমাদের এম,ডি ফোন দিল
আমি ফোন রিসিভ করলাম.
-আস্সালামুআলাইকুম স্যার,
-ওয়ালাইকুম সালাম, তুমি কোথায়?
- এইতো বাসায়।
- তোমাকে কি জুবায়ের বলছে যে ওরা কালকে কক্সবাজার যাবে?
- না, আমাকে তো বলছে যে বুধবারে/বৃহষ্পতিবার যাবে।
- তোমাদেরকে আজকেই কক্সবাজারে যেতে হবে।
- আমরা তো আগামিকাল রাতে কক্সবাজার যাওয়ার কথা..
- না, তোমরা আজকেই যাও।
- কালকে সকালে গেলে হয় না?
- না, তাহলে দেরী হয়ে যাবে। তুমি আধা ঘন্টার মধ্যে অফিসে আস।
- ওকে স্যার, আস্সালামুআলাইকুম।
কি আর করা.. ব্যাগ গুছিয়ে অফিসে রওয়ানা দিলাম। তারপর সাইয়েদাবাদ গিয়ে বাসের টিকেট কেটে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিলাম। সকাল সাড়ে ছটায় কক্সবাজারে পৌঁছলাম। হোটেলে উঠে ল্যাপটপটা বের করে ব্লগ লিখা শুরু করলাম। এই-তো জীবন। :)
Tuesday, August 5, 2008
Friday, August 1, 2008
কিছু লিখার সময় পাচ্ছি না; কারণ : দৌড়ের উপর আছি...
আস্সালামুআলাইকুম,
ব্লগ খুলছি অনেকদিন হয়। কিন্তু ব্লগে এখনও কিছুই লিখতে পারলাম না। :( আসলে আমি বিশাল দৌড়ের উপর আছি। টেলিকম ইঞ্জিনিয়ারের জীবন ই এরকম। আমার নতুন চাকুরীতে জয়েন করার পর, প্রথমেই গেলাম কুমিল্লা। তারপর ঢাকায় ফিরে আবার কুমিল্লায় গেলাম চারদিন কুমিল্লায় থেকে এবার আর ঢাকায় ফেরা হয়নি। কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার। কক্সবাজার ২ দিন থেকে হাটহাজারী,চট্টগ্রাম। সেখানে ৪ দিন। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে দু'একদিন বিশ্রাম পেলাম তারপর ঢাকায় করলাম ৪টা সাইট। মাদারটেক, গোরান, শেওড়াপারা, ক্যান্টনমেন্ট। তারপর গেলাম যশোর। এটা আমার প্রথম যশোর ভ্রমন। এর আগে ঢাকা, চট্টগ্রাম আর সিলেট বিভাগের বাইরে পা রাখিনি। যশোর থেকে এসেই গেলাম নারায়নগঞ্জ। নারায়নগঞ্জে সাইট শেষ করলাম ৩ দিনে। তারপর গতকাল রাত এগারটায় বাসায় ফিরলাম। কাজেই প্রচন্ড দৌড়ের উপর আছি সেটা নিশ্চয় বুঝতে পারতেছেন।
তবে চিন্তার কোন কারণ নেই। মহান আল্লাহর অশেষ রহমতে এত দৌড়াদৌড়ির মধ্যেও আমি সুস্থ আছি। সেজন্য "আলহিমদুলিল্লাহ"।
Subscribe to:
Posts (Atom)