আস্সালামুআলাইকুম,
ব্লগ খুলছি অনেকদিন হয়। কিন্তু ব্লগে এখনও কিছুই লিখতে পারলাম না। :( আসলে আমি বিশাল দৌড়ের উপর আছি। টেলিকম ইঞ্জিনিয়ারের জীবন ই এরকম। আমার নতুন চাকুরীতে জয়েন করার পর, প্রথমেই গেলাম কুমিল্লা। তারপর ঢাকায় ফিরে আবার কুমিল্লায় গেলাম চারদিন কুমিল্লায় থেকে এবার আর ঢাকায় ফেরা হয়নি। কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার। কক্সবাজার ২ দিন থেকে হাটহাজারী,চট্টগ্রাম। সেখানে ৪ দিন। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে দু'একদিন বিশ্রাম পেলাম তারপর ঢাকায় করলাম ৪টা সাইট। মাদারটেক, গোরান, শেওড়াপারা, ক্যান্টনমেন্ট। তারপর গেলাম যশোর। এটা আমার প্রথম যশোর ভ্রমন। এর আগে ঢাকা, চট্টগ্রাম আর সিলেট বিভাগের বাইরে পা রাখিনি। যশোর থেকে এসেই গেলাম নারায়নগঞ্জ। নারায়নগঞ্জে সাইট শেষ করলাম ৩ দিনে। তারপর গতকাল রাত এগারটায় বাসায় ফিরলাম। কাজেই প্রচন্ড দৌড়ের উপর আছি সেটা নিশ্চয় বুঝতে পারতেছেন।
তবে চিন্তার কোন কারণ নেই। মহান আল্লাহর অশেষ রহমতে এত দৌড়াদৌড়ির মধ্যেও আমি সুস্থ আছি। সেজন্য "আলহিমদুলিল্লাহ"।
5 comments:
বাহ! জটিল ব্যাপার... তোমার এই ফাঁকে সব জেলা দেখা হয়ে যাচ্ছে। মজাই তো! ;)
ভাল থাকো।
এই তো , লিখে ফেলছেন.. এমন টা পেলে-ও কম না ;D
ছবিটা দারুন!!! আপনার তোলা?
@ হাসানা আপু,
আসলেই মজার ব্যাপার। চাকুরিতে থেকেই বাংলাদেশ ভ্রমন। এক ঢিলৈ দুই পাখি। ;)
@ বি.স.
ইনশাআল্লাহ সামনে আরও ভালো লিখার চেষ্টা করবো।
@ আস্ত
আপনাকে ধন্যবাদ। ছবিটা আমিই তুলেছি। মাঝে মাঝে টাইম পাস করার জন্য ছবি তুলি। এটা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সকালবেলা তোলা। :)
ছবি দেখেই বুঝা যাচ্ছে কেমন দৌঁড়ের উপর আছেন। ছবিটাতেই যেন খুব দ্রুত গতি ঢুকে পড়েছে! ...... এত বড় ফন্ট চোখে লাগছে।
Post a Comment