দাড়ি রাখা কঠিন বটে, বলার মতো সহজ নয়।
বাস্তবতা অনেক কঠিন, অনেক কিছুই শুনতে হয়।
কেউ বলবে জে,এম,বি কেউ বলবে আল কায়দা..
কি আসে-যায় তাতে আমার? বললেই তো আর হয় না।
দাড়ি আমার নবীর সুন্নত, আল্লাহও যে খুশী হয়,
দাড়ি আমার অলঙ্কার, দারি রেখেই শান্তি পাই।
কেউ বা বলে নন্-স্মার্ট, কেউ বা দেখায় বিয়ের ভয়!!
রাখবই যখন পণ করেছি, তবে কেন এখন নয়???
1 comment:
আমার এখনো ভাল করে দাঁড়ি উঠেনি, মুখ ভরে উঠুক, তারপর রাখব ইনশাল্লাহ ;) :D
Post a Comment