গতকাল সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরলাম মাগরিবের একটু আগে। মাগরিবের নামাজ পরে যখন একটু বিশ্রাম নিতে যাচ্ছিলাম তখন আমাদের এম,ডি ফোন দিল
আমি ফোন রিসিভ করলাম.
-আস্সালামুআলাইকুম স্যার,
-ওয়ালাইকুম সালাম, তুমি কোথায়?
- এইতো বাসায়।
- তোমাকে কি জুবায়ের বলছে যে ওরা কালকে কক্সবাজার যাবে?
- না, আমাকে তো বলছে যে বুধবারে/বৃহষ্পতিবার যাবে।
- তোমাদেরকে আজকেই কক্সবাজারে যেতে হবে।
- আমরা তো আগামিকাল রাতে কক্সবাজার যাওয়ার কথা..
- না, তোমরা আজকেই যাও।
- কালকে সকালে গেলে হয় না?
- না, তাহলে দেরী হয়ে যাবে। তুমি আধা ঘন্টার মধ্যে অফিসে আস।
- ওকে স্যার, আস্সালামুআলাইকুম।
কি আর করা.. ব্যাগ গুছিয়ে অফিসে রওয়ানা দিলাম। তারপর সাইয়েদাবাদ গিয়ে বাসের টিকেট কেটে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিলাম। সকাল সাড়ে ছটায় কক্সবাজারে পৌঁছলাম। হোটেলে উঠে ল্যাপটপটা বের করে ব্লগ লিখা শুরু করলাম। এই-তো জীবন। :)