Sunday, November 20, 2011

মধুর সম্পর্ক...


Mother and Child relationship is the best relationship on earth.

Friday, April 15, 2011

খুঁজে ফিরি আমার আমিকে....

অনেক বদলে গেছি, আগের সাথে মিলে না অনেক কিছুই... অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ব্লগিং শুরু করেছিলাম... কত ভাবনা.. কত জল্পনা-কল্পনা... কিন্তু, কালের বিবর্তণে সব উৎসাহ উদ্দীপনা কোথায় যেন হারিয়ে গেছে.. :( নিজেকে আমি চিনতে পারি না..

আগের জীবন আর এখনের জীবনের মধ্যে বিস্তর ফারাক.. তারপরও ভিতরে কিন্তু সেই আমিই... ব্লগিং শুরু করেছিলাম সামহয়্যারইন-এ ২০০৭ এর এপ্রিলে.. চার বছর পেরিয়ে গেল.. কিন্তু ব্লগার হতে পারলাম না.. শুরুর দিকে মাথায় হাজারো লিখা খেলতো। মনে হতো এটা লিখবো ওটা লিখবো.. লিখে শেষ করতে পারতাম না.. প্রথম মাসেই ৩৩টা পোষ্ট দিছিলাম.. ২য় মাসে তার অর্ধেক.. এভাবে ক্রমান্ময়ে কমতে কমতে ২০০৮ এ ৫টা আর ২০০৯ এ ২ টা আর ২০১০ এ ০ (শুণ্য) টা... :o

এখন হাজার চেষ্টা করলেও একটা লেখা বের করা দুরুহ ব্যাপার হয়ে গেছে... মনে হয় যেন আমি আর আমি নেই.. কোথায় যেন জীবনের ছন্দটা হারিয়ে গেছে...

প্রতিটা দিন ই কর্মব্যাস্ত। অফিসের জন্য বিভিন্ন ধরণের রিকোয়্যারমেন্ট অ্যাচিইভ করতে করতে জীবনের জন্য অনেককিছুই অ্যাচিইভ করা থেকে বঞ্চিত হচ্ছি... নিজের রিকোয়্যারমেন্ট এর কথা ভুলে যাচ্ছি... :(

সময় কেটে যাচ্ছে তার নিজের মতোই। কারো দিকে তাকাবার ফুরসত তার নেই। বড়ই নিষ্ঠুর সে.. এক এক করে জীবনের কত্তগুলো বছর কেড়ে নিলো... আমার শৈশব, আমার কৈশর, আমার তারুণ্য এমনকি আমার যৌবনকাল ও কেড়ে নিতে চায়।। জানি.. কিছুই থেমে থাকবে না.. সবই ছেড়ে দিতে হবে তার হাতে..

তবুও কিছুটা সময় চাই আমার জন্য। আমার নিজের জন্য.. যে সময়টা একান্তই আমার হবে.. ফিরে যাব আমি আমার চঞ্চল শৈশবে, ফিরে যাবো আমি আমার উচ্ছল কৈশরে.. হারিয়ে যাবো আমি আমার উৎসুক তারুণ্যে.. ফিরে পেতে চাই আমি আমার আমিকে.....



Thursday, July 30, 2009

দাড়ি আমার অলঙ্কার...

দাড়ি রাখা কঠিন বটে, বলার মতো সহজ নয়।
বাস্তবতা অনেক কঠিন, অনেক কিছুই শুনতে হয়।
কেউ বলবে জে,এম,বি কেউ বলবে আল কায়দা..
কি আসে-যায় তাতে আমার? বললেই তো আর হয় না।
দাড়ি আমার নবীর সুন্নত, আল্লাহও যে খুশী হয়,
দাড়ি আমার অলঙ্কার, দারি রেখেই শান্তি পাই।
কেউ বা বলে নন্-স্মার্ট, কেউ বা দেখায় বিয়ের ভয়!!
রাখবই যখন পণ করেছি, তবে কেন এখন নয়???

Tuesday, August 5, 2008

এখন কক্সবাজারে আছি. :)

গতকাল সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরলাম মাগরিবের একটু আগে। মাগরিবের নামাজ পরে যখন একটু বিশ্রাম নিতে যাচ্ছিলাম তখন আমাদের এম,ডি ফোন দিল
আমি ফোন রিসিভ করলাম.
-আস্সালামুআলাইকুম স্যার,
-ওয়ালাইকুম সালাম, তুমি কোথায়?
- এইতো বাসায়।
- তোমাকে কি জুবায়ের বলছে যে ওরা কালকে কক্সবাজার যাবে?
- না, আমাকে তো বলছে যে বুধবারে/বৃহষ্পতিবার যাবে।
- তোমাদেরকে আজকেই কক্সবাজারে যেতে হবে।
- আমরা তো আগামিকাল রাতে কক্সবাজার যাওয়ার কথা..
- না, তোমরা আজকেই যাও।
- কালকে সকালে গেলে হয় না?
- না, তাহলে দেরী হয়ে যাবে। তুমি আধা ঘন্টার মধ্যে অফিসে আস।
- ওকে স্যার, আস্সালামুআলাইকুম।

কি আর করা.. ব্যাগ গুছিয়ে অফিসে রওয়ানা দিলাম। তারপর সাইয়েদাবাদ গিয়ে বাসের টিকেট কেটে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিলাম। সকাল সাড়ে ছটায় কক্সবাজারে পৌঁছলাম। হোটেলে উঠে ল্যাপটপটা বের করে ব্লগ লিখা শুরু করলাম। এই-তো জীবন। :)

Friday, August 1, 2008

কিছু লিখার সময় পাচ্ছি না; কারণ : দৌড়ের উপর আছি...



আস্সালামুআলাইকুম,

ব্লগ খুলছি অনেকদিন হয়। কিন্তু ব্লগে এখনও কিছুই লিখতে পারলাম না। :( আসলে আমি বিশাল দৌড়ের উপর আছি। টেলিকম ইঞ্জিনিয়ারের জীবন ই এরকম। আমার নতুন চাকুরীতে জয়েন করার পর, প্রথমেই গেলাম কুমিল্লা। তারপর ঢাকায় ফিরে আবার কুমিল্লায় গেলাম চারদিন কুমিল্লায় থেকে এবার আর ঢাকায় ফেরা হয়নি। কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার। কক্সবাজার ২ দিন থেকে হাটহাজারী,চট্টগ্রাম। সেখানে ৪ দিন। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে দু'একদিন বিশ্রাম পেলাম তারপর ঢাকায় করলাম ৪টা সাইট। মাদারটেক, গোরান, শেওড়াপারা, ক্যান্টনমেন্ট। তারপর গেলাম যশোর। এটা আমার প্রথম যশোর ভ্রমন। এর আগে ঢাকা, চট্টগ্রাম আর সিলেট বিভাগের বাইরে পা রাখিনি। যশোর থেকে এসেই গেলাম নারায়নগঞ্জ। নারায়নগঞ্জে সাইট শেষ করলাম ৩ দিনে। তারপর গতকাল রাত এগারটায় বাসায় ফিরলাম। কাজেই প্রচন্ড দৌড়ের উপর আছি সেটা নিশ্চয় বুঝতে পারতেছেন।
তবে চিন্তার কোন কারণ নেই। মহান আল্লাহর অশেষ রহমতে এত দৌড়াদৌড়ির মধ্যেও আমি সুস্থ আছি। সেজন্য "আলহিমদুলিল্লাহ"।

Wednesday, July 23, 2008

ব্লগস্পট-এ প্রথম পোস্ট

আস্সালামুআলাইকুম,

অনেকদিন ধরে খুলব খুলব করে আর খোলা হয় না। আজ শেষ পর্যন্ত ব্লগ খুলেই ফেল্লাম।
আমার ব্লগে সবাইকে স্বাগতম।

সবাই ভালো থাকবেন
আল্লাহ হাফিজ।

(সমুদ্রের উত্তাল তরঙ্গ)