Wednesday, July 23, 2008

ব্লগস্পট-এ প্রথম পোস্ট

আস্সালামুআলাইকুম,

অনেকদিন ধরে খুলব খুলব করে আর খোলা হয় না। আজ শেষ পর্যন্ত ব্লগ খুলেই ফেল্লাম।
আমার ব্লগে সবাইকে স্বাগতম।

সবাই ভালো থাকবেন
আল্লাহ হাফিজ।

(সমুদ্রের উত্তাল তরঙ্গ)

12 comments:

আশরাফ রহমান said...

দ্রুত বিনিমার্ণের সাথে শরীক হওয়ার জন্য শুভেচ্ছা। আশাকরি আপনার ভাল ভাল লেখা দেখতে পাবো।

void said...

ওয়াআলাইকুমুস্সালাম :)

সা.ইনের পোস্টগুলো এখানে মুভ করতে পারো.. কমেন্টসহ ।

কেমন আছো?


[ওয়ার্ড ভেরিফিকেশনটা উঠিয়ে দিয়ো তো... প্রতিবার কমেন্ট করতে গিয়ে ওয়ার্ড ভেরিফাই করা একটা বিরক্তিকর ব্যাপার :/

ড্যাশবোর্ডে settings এ গিয়ে comments এ গিয়ে "Show word verification for comments?" অপশনটা No সিলেক্ট করে দিও..

জানোই হয়তো, তবুও বললাম :D ]


ভাল থাকো :)

WAhid Dilawar Al-Hakim said...

ধন্যবাদ আশরাফ ভাই, ইনশাআল্লাহ এখন থেকে আবার লিখার চেষ্টা করবো।

হাসানা আপু,s.w.in এর লিখাগুলো এখানে কিভাবে মুভ করানো যায়? একটু হেল্প করবেন?
আর আপনাকে yahoo, Gtalk, mobile কোথাও পাই না কেন?

word verification-এর ব্যাপারটা জানতাম না। জানানোর জন্য ধন্যবাদ। :)

binirman said...

বিনির্মাণের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ।

নিঝুম said...

স্বাগতম, সমুদ্রের উত্তাল তরঙ্গ :-)

eccentric_human said...

shushagotom!

umm_abdullah said...

black background!!!!!!!

My rotten eyes have problem with that.

Welcome in blogosphere.

যাযাবর said...

ইইইইইইইইইইইইইইইইইই, এই কালো ব্যকগ্রাউন্ডে পিচকি পিচকি সাদা লেখা পড়ে চোখ কুঁচকে যাচ্ছে! ;(

মাহমুদ রহমান said...

ওয়াহিদ ভাই,

কেমন আছেন? অনেক দিন পর!!!

WAhid Dilawar Al-Hakim said...

বিবেক সত্য, Ecentric, উম্ম্ আবদুল্লাহ, যাযাবর, রনি ভাই, আপনাদেরকে ধন্যবাদ।
উম্ম্ আবদুল্লাহ এবং যাযাবর, Black Background-এ আপনাদের কষ্ট হওয়ায় background চেঞ্জ করে দিলাম। :) তবে কালো আমার খুপ পছন্দের তাই কালো background দিয়েছিলাম। :D

হ্যাঁ রনি ভাই অনেকদিন পর আবার লেখালেখি করার চেষ্টা করছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন।

void said...

উমম..
সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিবা.. তাহলেই হবে

আর শোনো, আমি একটু ঝামেলায় আছি...
তুমি সোমবার অথবা মঙ্গলবারে ইয়াহুতে আমাকে নক কইরো ।

তুমি সম্ভবত ফোন করেছিলে, আমি তখন ঘুমাচ্ছিলাম ;(


ভাল থাকো :)

মাহমুদ রহমান said...

জ্বী ওয়াহিদ ভাই, ভাল আছি। লিখুন, ভাল লাগবে। ভীষণ ব্যস্ত আছি, দোয়া করিয়েন।